বাংলার আবাস যোজনা (BAY)

Arrow

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Bangla awas Yojana শুরু করেছে।

Bangla Awas Yojana এর অধীনে বাড়ির ক্ষেত্রফলের পরিমাপ কি হওয়া উচিত?

BAY এর অধীনে নির্মিত বাড়ির এলাকার ন্যূনতম পরিমাপ 25 বর্গ মিটার বা 270 বর্গফুট হওয়া উচিত।

Bangla Awas Yojana এর অধীনে আর্থিক সাহায্যের পরিমাণ কত?

এই যোজনার অধীনে নাগরিকদের বাড়ি করার জন্য 1 লক্ষ 20 হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এইটা টাকাটি তিনটি কিস্তিতে প্রদান করা হবে। প্রথম কিস্তিতে 45000 টাকা যার মাধ্যমে বাড়ির জানলা পর্যন্ত নির্মাণ করা হবে, দ্বিতীয় কিস্তিতে 45000 টাকা যার মাধ্যমে লিন্টেল লেভেল পর্যন্ত নির্মাণ করা হবে, তৃতীয় কিস্তিতে 30000 টাকা যার মাধ্যমে বাড়ির ছাদ সহ আরো বিভিন্ন নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।

Bangla Awas Yojana এর উদ্দেশ্য কি?

Bangla Awas Yojana এর উদ্দেশ্য হলো রাজ্যের দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবার যারা গৃহহীন বা কাঁচা বাড়িতে বসবাস করছে তাদের পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক ভাবে সাহায্য করা। এই যোজনার মাধ্যমে একজন দরিদ্র ব্যক্তি ফাঁকা বাড়িতে বসবাস করার সুবিধা এবং স্বাচ্ছন্দ্য লাভ করতে পারবে।

Bangla Awas Yojana Helpline Number কত?

Bangla Awas Yojana এর হেল্পলাইন নাম্বার হলো 03422662400

বাংলার আবাস যোজনা (BAY) সম্পর্কে আরও জানুন

Arrow